‘অভিষেক নোটিশ পেয়ে বাঘের বাচ্চার মত ইডি দপ্তরে গিয়েছেন’:ফিরহাদ
ইন্ডিয়া জোটের বৈঠকে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না যেতে পারেন সে জন্যই ইডি এর মাধ্যমে তাকে এদিন হাজিরা জন্য নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ পেয়ে বাঘের বাচ্চার মত ইডি দপ্তরে গিয়েছেন।তার এই নির্ভীকতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আরো পড়ুন-পুলিশকর্মীদের সাসপেন্ড করে কি হবে?আরো আরামের ব্যাপার:বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
ফিরহাদ আরো বলেন,অভিষেক মনে করলে একটা চিঠি দিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের কথা বলে হাজিরা এড়াতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। অন্যায় ভাবে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা নিরপরাধ মানুষ জনকে নোটিশ পাঠিয়ে সমান অপরাধ ও অন্যায়। এদেশের বিভিন্ন এজেন্সি ও ইনস্টিটিউশন গুলিকে আমরা সম্মান করি, কিন্তু দুঃখ লাগে যখন দেখি এই এজেন্সি গুলিকে কেন্দ্রের সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করছে।
অথচ নিরব মোদির টাকা থেকে শুরু করে মেহুল চস্কির টাকা বিজয়মালিয়ার টাকা তারা ফেরত আনতে পারছেন না। অথচ একটা মস্তিষ্কপ্রসূত ছাড়পত্রাহীন অপরাধকে সামনে এনে বিভিন্ন নিরপরাধ মানুষকে হেরাস করা হচ্ছে,, বলে এদিন ফের কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম।
আরো পড়ুন-হঠাৎ রাজভবনে স্বস্ত্রীক হাজিক জিতেন্দ্র তেওয়ারি!তবে কেন?
অন্যদিকে এরাজ্যের বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদ বলেন,, এরাজ্যে বিরোধীদের কোন অস্তিত্ব নেই ওদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তাই ওরা যে সেটিংসহ নানান মন্তব্য করছে তার কোন ভিত্তি নেই। ইন্ডিয়া জোট থাকবে, যা আগামী দিনে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ তৈরি করার জন্য কেন্দ্রের ক্ষমতা থেকে অত্যাচারী বিজেপিকে ক্ষমতাচ্যুত করে নতুন ভারত বর্ষ তৈরি করবে,এমনটাই বিশ্বাস করেন ফিরহাদ।
আরো পড়ুন-বিজেপি অফিসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্দি করল বিজেপি কর্মীরা
এদিন কেওড়াতলা মহাশ্মশানে বিপ্লবী যতীন দাস এর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে এমনটাই মন্তব্য করেন ফিরহাদ।