জমা জল নিয়ে আধিকারিকদের ধমক মেয়রের!
শনিবার কলকাতা পুরসভার জল সরবরাহ, সড়ক ও নিকাশি বিভাগের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম|আর এই বৈঠকেই জানা গিয়েছে,আধিকারিকদের ধমক দেন মেয়র|
আরো পড়ুন-রাজধানীর বস্তি আড়াল করা ও পথ কুকুরদের সরানোয় মোদি সরকারকে নিশানা রাহুলের
কলকাতা পুরসভার ৩ বিভাগের আধিকারিকদের ধমক দেন ফিরহাদ|কাজের গতি শ্লথ এবং পরিকল্পনাহীনভাবে কাজ হওয়ায় নিকাশি পরিকাঠামো ও রাস্তা বেহাল বলে অভিযোগ করেন তিনি।এদিন কলকাতার সংযুক্ত এলাকায় বেহাল নিকাশি, খারাপ রাস্তা এবং পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ কার্যত স্বীকার করে নেন মেয়র|
আরো পড়ুন-মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ পার!৩ দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা
সূ্ত্রের খবর, ২ হাজার ৩০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ গোড়া থেকেই ত্রুটিপূর্ণ হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে গাফিলতি রয়েছে তার প্রমাণ পেয়েছেন মেয়র। তাই ৩১টি রাস্তা মেরামতির কাজ KEIIP-র থেকে নিজেদের হাতে নিচ্ছে কলকাতা পুরসভা।জানা গিয়েছে, এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, KEIIP যে রাস্তাগুলো খুঁড়ে পাইপ বসিয়েছে, সেগুলি এবার থেকে কলকাতা পুরসভা মেরামত করবে। মেরামতির জন্য় অর্থ দেওয়া হবে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের খাত থেকে KEIIP-র অধীনে নবনির্মিত নিকাশি পাম্পিংস্টেশনগুলো খতিয়ে দেখে আশ্বস্ত হয়ে হাতে নেবে কলকাতা পুরসভা। পুর আধিকারিকরা সার্টিফিকেট দিলে তবেই টাকা পাবেন ঠিকাদাররা ।