অনলাইন পরীক্ষা নেওয়ার দাবিতে নিউটাউন কারিগরি ভবন এর সামনে ইন্জিনিয়ারিং পড়ুয়াদের বিক্ষোভ

নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং(পলিটেকনিক স্টুডেন্ট) ছাত্র-ছাত্রী দের তরফ থেকে কারিগরি ভবনের সামনে বিক্ষোভ। অনলাইন ও অফ্লাইন পরীক্ষা হোক এই দাবি নিয়ে শতাধিক ছাত্র-ছাত্রী রাস্তায় বসে বিক্ষোভ।

আরও পড়ুন-ভোর বেলা পথ দুর্ঘটনা!দুধ বোঝাই গাড়ি উল্টে দুর্ঘটনা,আহত গাড়ির চালক

সকাল থেকেই নিউটাউন কারিগরি ভবন এর সামনে ইন্জিনিয়ারিং পড়ুয়াদের বিক্ষোভ। তাদের দাবি ৯০ পারসেন্ট ক্লাস অনলাইনেই হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষার দিন ঘোষণা হয়েছে তার হাতে মাত্র কয়েকটা দিন বাকি তাদের হাতে আর সময় নেই তাই অফলাইনে পরীক্ষা দিতে তারা প্রস্তুত না এই পরীক্ষা যাতে অনলাইনে নেয়া হয় সেই দাবি নিয়েই মূলত এই বিক্ষোভ। ঘটনাস্থলে তেকনোসিটি থানা নিউ টাউন থানা এবং ইকো পার্ক থানার পুলিশ। যাতে কোনরকম উত্তেজনা সৃষ্টি না হয় সেই কারণে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
দাবি আদায়ে অনড় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।

দীর্ঘক্ষণ বসে থাকার পরও কারিগরি ভবন এর কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর না পেয়ে উত্তেজিত হয়ে যায় পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে নিউটাউন জনের ডি সি বিসব সরকারের নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড করে আটকে যায় কারিগরি ভবনের সামনে সার্ভিস রোডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *