দক্ষিণেশ্বরে শুট আউটে আহত রহড়া থানার সিভিক ভলেন্টিয়ার শেখ ইমরান!ভর্তি হাসপাতালে
দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ এলাকায় শুট আউটে আহত রহড়া থানার সিভিক ভলেন্টিয়ার শেখ ইমরান।গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরো পড়ুন-৭৫ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব
৭mm পিস্তল থেকে গুলি করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনায় তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ| ঘটনাস্থলে ডিসি সাউথ অজয় প্রসাদ সহ পুলিশ আধিকারিকরা পৌছয়|
আরো পড়ুন-‘কোন ববি কে টানলে কোন ববি নড়ে যাবে,সেটা আগামি দিনে বোঝা যাবে’:কাকে খোঁচা দিলীপের?
উল্লেখ্য, রহড়া থানা এলাকায় একটি ব্যাংকে কিছুদিন আগে ডাকাতি হয়, সেই ডাকাতির পরবর্তী ক্ষেত্রে যারা ডাকাতি করেছিল তারা আদ্যাপীঠ এলাকার একটি গেস্ট হাউসে ওঠে এবং সেই গেস্ট হাউসে গতকাল যখন পুলিশ তাদেরকে গ্রেফতার করতে চায়, সেই সময় গেস্ট হাউসের ভিতর থেকে ডাকাতরা গুলি চালায় |একজন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন ঘটনাস্থান থেকে তিনজনকে গ্রেফতার এবং পিস্তল উদ্ধার হয়েছে|