কসবার ছাত্রের রহস্য মৃত্যুতে হাইকোর্টে মামলা!পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
কসবার সিলভার পয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রের রহস্য মৃত্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ মৃত ছাত্রের পরিবার|পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে পরিবার|
আরো পড়ুন-“ছোট অধিবেশনে অনেক সময় পাবেন কান্নাকাটির”: বিরোধীদের খোঁচা মেদির
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর বিকেলে কসবার সিলভার পয়েন্ট স্কুলের পাঁচতলা থেকে পড়ে যান দশম শ্রেণির এক ছাত্র।পরিবারের তরফে অভিযোগ, স্কুলের প্রজেক্ট রিপোর্ট জমা দিতে না পারায় তাঁর উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। সেই মানসিক চাপ সহ্য না করতে পেরেই পড়ুয়া হয়ত এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।
আরো পড়ুন-পুজোর মুখে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া জুটমিল খোলার দাবিতে প্রতিবাদ পথসভায় অর্জুন সিং
পরিবারের অভিযোগ, ‘কসবা থানা ৪ সেপ্টেম্বরে ঘটনার সময়ের সঠিক সিসিটিভি ফুটেজ মৃত ছাত্রের পরিবারকে দেওয়া হচ্ছে না। পুলিশের তরফে অনেক আবেদনের পরে যে মিনিট দশেকের একটা ফুটেজ দেওয়া হয়েছে। যার মধ্যে যে ঘরে শেষবার ওই ছাত্রকে ঢুকতে দেখা গিয়েছে, সেই ঘরের ফুটেজ নেই।’ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে বারবার বলেও তারা শুনছে না।দ্বিতীয় ময়না তদন্ত ও নতুন করে ইঙ্কোয়েস্ট করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা শুনবেন বলে জানা গিয়েছে।