আবারও বিমানবন্দরে বোমাতঙ্ক!এবার একটা দুটো নয় সাত সাতটি বোমা
পরপর বেশ কয়েকদিন বিমানে বোমা রাখা রয়েছে টুইট আসছিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। ফের একবার সেই টুইট।
আরো পড়ুন-প্রতিবাদ জানাতে গিয়ে মহারাষ্ট্রের সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের!
বৃহস্পতিবার দুপুরে আবারও আসে এমন টুইট। এরপরেই কলকাতা বিমানবন্দরে জরুরী ভিত্তিতে অবতরন করানো হয় বিমান।
আরো পড়ুন-আর জি কর কাণ্ডের প্রভাব এবার কালনার চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীদের!
বিমানবন্দের সূত্র খবর, সাতটি বিমানে বোমা রাখা হয়েছে বলে টুইট করা হয়। বিমান গুলি হলো ইন্ডিগোর তিনটি বিমান। যেগুলো গোয়া, গৌহাটি বাঙ্গালোর থেকে আসছিল, পাশাপাশি আকাশা এয়ার পুনে থেকে কলকাতাগামী বিমান, আলায়েন্স এয়ারের রূপসা থেকে আগত এবং স্পাইস জেটের বাগডোগরা থেকে আগত। বিমানগুলি ইতিমধ্যেই পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সুরক্ষার সঙ্গে নামিয়ে নিয়ে আসা হয়েছে।