কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার!পাল্টা প্রতিরোধ তৃণমূলের
বুধবার বিকেলে সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।পাল্টা প্রতিরোধে নামে তৃণমূলও|তবে কেন এই বিক্ষোভ পাল্টা বিক্ষোভ জানেন?
আরো পড়ুন-লোকসভা ভোটে বাংলায় বিশেষ নজর নির্বাচন কমিশনের,স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের কাজ শুরু
জানা যাচ্ছে এক সংবাদমাধ্যমের চ্যানেলের টক শো-তে এসে কুণাল ঘোষ এবং বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রী পাল বাকবিতন্ডায় জরান|সেখানেই কুণাল ঘোষ অগ্নিমিত্রীরাকে কিছু কটু কথা যা ভালো ভাবে নেয়নি বিজেপির মহিলা সংগঠন|পাশাপাশি সেই শো-তে আসা সন্দেশখালির মহিলাদের প্রতিও আপত্তিজনক কথা বলেন কুণাল|আর তারই তীব্র নিন্দায় কুণাল ঘোষের ছবি তার বাড়ির কাছে ধিক্কার জানাতে থাকে|
আরো পড়ুন-পাঞ্জাব- হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভের জেরে পুলিশের টিয়ার গ্যাসে ফের মৃত্যু যুবকের!
অন্যদিকে,সেখানকার তৃণমূল নেতৃত্ব পালটা প্রতিরোধে নামে।২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তীর নেতৃত্বে পালটা বিক্ষোভ শুরু হয়। তাঁরাও স্লোগান তুলতে থাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে|পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জুড়ে|পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে|