আমহার্স্ট স্টিট থানায় পিটিয়ে খুনের ঘটনার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সজল ঘোষ
বুধবার আর্মহাস্ট স্ট্রিট থানায় অশোক সিং নামের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনা রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। বুধবার সন্ধেবেলা থানা ঘিরে বিক্ষোভ|এবার সেই ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষ|
আরো পড়ুন-জাতীয় সড়কে গাড়ি দাড় করিয়ে চাঁদার হয়রানি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ অফিসার
বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি, চুরি হওয়া মোবাইল ব্যবহারের কারণে অশোককে ডেকে পাঠানো হয়েছিল।পরিবারের দাবি অজান্তেই সেই মোবাইল অশোক কিনেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। পরিবারের অভিযোগ, সেই সময় কোনও প্রমাণ ছাড়াই অশোককে মারধর করা হয়।
আরো পড়ুন-ভাইফোঁটায় অ্যাকাউন্টে ২০০০ করে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী!জেনেনিন কারা পেল এই টাকা
তবে এই সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, লকআপের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান অশোক। তখনই তাঁর মুখ থেকে গ্যাঁজলা বের হতে শুরু হয় এবং লকআপের মধ্যেই তাঁর মৃত্যু হয়।বৃহস্পতিবার সজলের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জনস্বার্থ মামলার দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।বেশ কিছু আবেদন করেছেন বিজেপি নেতা। মৃত অশোকের দেহ কল্যাণী এইমসে ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করানোর আর্জি জানানো হয়েছে। মামলায় দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আজই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।