করোনা আবহের মধ্যেই সোমবার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ব্যারন সত্ত্বেও পশ্চিমবঙ্গে সোমবার থেকেই চেতলা অগ্রণী ক্লাবের হাত ধরে পুজোর উদ্বোধন শুরু করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুম শুরুর আগেই বাড়ছে সংক্রমণ।

রবিবার সন্ধেয় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬১২ জন। যা শনিবার চেয়ে বেশকিছুটা বেশি। দৈনিক করোন সংক্রমণের নিরিখে এদিন রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৭৭৪ জন। এর পরেই রয়েছে কলকাতা। সেখানে ২৪ ঘণ্টায় ৭৫৭ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪,৮০৬।

গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এই নিয়ে বাংলায় মৃত্যু হয়েছে ৫,৬২২ জনের। গত ২৪ ঘণ্টায় ৩১১০ জন কোভিড থেকে মুক্তি হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২,৫৮,৯৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যে এদিন সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪২,৬১১ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ৩৬,৫০,৯৮৯ জনের কোভিড পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০,২৩৬ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *