অ্যাডভোকেট জেনারেলের পর বিষ্ফোরক সদ্য প্রাক্তন সরকারি পিপি শ্বাশতগোপাল!
শুক্রবার বিস্ফোরক অভিযোগ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সদ্য ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।এক দিনের মাথায় বিষ্ফোরক অভিযোগ তুললেন সদ্য প্রাক্তন সরকারি পিপি শ্বাশত গোপাল মুখোপাধ্যায়ও|তিনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন|
আরো পড়ুন-ভোট হিংসায় নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি!সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার আগেই, হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শাশ্বতগোপাল মুখোপাধ্যায়|এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎ-এ শাশ্বতগোপাল জানিয়েছেন,শাসক-ঘনিষ্ঠ আইনজীবী সংগঠনের একাংশ তাঁর কাজে হস্তক্ষেপ করছিল। সরকারি প্যানেলে দক্ষ আইনজীবী চেয়েও পাননি।
আরো পড়ুন-ফের লজ্জা!অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়া!রোগিণীকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু
তিনি আরো জানান,লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কলকাতা পুলিশকে যথাসাধ্য ডিফেন্ড করেছিলেন তিনি।তার দাবি তার সময়ে কোনও বড় ক্রিমিনাল মামলায় রাজ্যের সে ভাবে হার হয়নি|এই জোড়া ইস্তফা ও বিষ্ফোরক অভিযোগে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের|