মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার অভিনেতা!গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী
গতকাল গভীর রাতে টালিগঞ্জের অভিনেতা সম্রাট মুখার্জি বেহালা থানা এলাকার বীরেন রায় রোড স্বামীজি সড়কের কাছে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে সপাটে ধাক্কা মারে। বাড়ির সামনের অংশ ভেঙে যায়। সেইসময় সামনে একটি বাইক দাঁড়িয়ে ছিল। বাইক পিষে যায়। বাইক চালক গুরত্বর আহত।
আরো পড়ুন-আর জি কর কান্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এলো ‘ভাইরাল অডিও!আসল অপরাধীকে করা হচ্ছে আড়াল?
বেহালা থানা প্রথমে অভিনেতা সম্রাটকে আটক করে বলে খবর। তিনি সেইসময় মদ্যপ ছিলেন কিনা পরীক্ষা করে দেখা হবে।
মদ্যপ অবস্থায় ছিল সম্রাট। গ্রেফতার করা হয়েছে তাঁকে।।আহত বাইক চালক বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা।আইস-ক্রিম কারখানা থেকে কাজ সেরে ফিরছিল সে। হাটু আর কোমরে গুরুতর চোট।