স্ত্রী শ্রীময়ীর সন্তান প্রসবের হাসপাতালের খরচ ৬ লক্ষ!বিধানসভায় কাঞ্চন বিল জমা দিতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

গত কিছু সময় ধরেই খবরে চর্চায় থাকেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক|কখনও তার দ্বিতীয় বিয়ে নিয়ে বা কখনও ভোট প্রচারে বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দোপাধ্যায়ের দ্বারা গাড়ি থেকে নামিয়ে দেওয়ার জন্যে.তো কখনো তার দ্বিতীয় স্ত্রীর প্রেগনেনসি নিয়|ফের খবরের শিরোনামে এসেছেন সেই কাঞ্চন|

আরো পড়ুন-বনগাঁয় সেচ দপ্তরে চাকরির নামে প্রতারণায় ধৃত সরকারি আধিকারিক-সহ ৩

এ বছর ফেব্রুয়ারি মাসে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। আর নভেম্বর মাসে কন্যাসন্তানের পিতা হন তিনি। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৩ নভেম্বর কন্যাসন্তানের বাবা হন কাঞ্চন।সেই বিলের অঙ্ক দাড়ায় ছ’লক্ষ টাকা।

আরো পড়ুন-“বিচারপ্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সিবিআই-এর তরফে চাওয়া অনুমতি নিয়ে রাজ্যের মৌনতা কাম্য না”:পার্থর জামিন খারিজ করে মন্তব্য বিচারপতির

বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার সমস্ত তথ্য ও নথিসমেত বিধানসভার স্বাস্থ্য বিষয়ক বিভাগে বিলটি জমা দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।জানা গিয়েছে,সেই বিল দেখেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের।অভিনেতা-বিধায়কের বিল বিধানসভায় জমা দেওয়ার কথা জানাজানি হতেই শুরু হয় গুঞ্জন,উঠছে প্রশ্ন|এই নিয়ে সমাজ মাধ্যমে তারকা দম্পতিকে ট্রোল করতেও শুরু করেছে নেটিজেনরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *