ভোট গণনার প্রাক্কালে কাউন্টিং এজেন্টদের কড়া বার্তা অভিষেকের !

আগামীকাল লোকসভা নির্বাচনের গণনা|আর তার আগেই কাউন্টিং এজেন্টদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়|

আরো পড়ুন-কেথায় গেল বাংলাদেশের নিহত সাংসদের দেহ?টুকরো টুকরো করে মাংস কমোডে ফেলে ফ্লাশ করে দিয়েছিল আততায়ীরা?

উল্লেখ্য,দেশের অধিকাংশ সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক্সিট পোলে দেখা গিয়েছে কেন্দ্রে ফের একবার মোদি সরকার ক্ষমতায় আসতে চলেছে|বাংলাতেও তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি,এমনটাই আশঙ্কা করা হচ্ছে|এক্সিট পোলের এই তথ্য অবশ্য নাকচ করেছেন বিরোধীরা|’বুথ ফেরত সমীক্ষা মানি না’,বলেও দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|এবার গণনার প্রাক্কালে কাউন্টিং এজেন্টদের কি বার্তা দিলেন অভিষেক?

আরো পড়ুন-‘আপনাদের এই বোন ২০০০ হাজার টাকায় কারও কাছে বিক্রি হয়নি!’:মোদির সভা থেকে বললেন রেখা পাত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার তৃণমূলের লোকসভা প্রার্থী, সাংগঠনিক জেলা সভাপতি ও ভোটের দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের নিয়ে প্রায় ৪০ মিনিট ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই আজ ৪২টি লোকসভা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে।‘গণনার সময়ে কোনও টেবিলে তৃণমূল সাময়িক পিছিয়ে পড়তেই পারে। কিন্তু তার জন্য এজেন্ট যেন মনোবল হারিয়ে না ফেলেন। তাই দৃঢ় মনোবল রয়েছে, এমন কর্মীদেরই এজেন্টের দায়িত্ব দিতে হবে। ইভিএম-র শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত কোনও এজেন্ট গণনা কেন্দ্রে ছাড়তে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *