সল্টলেকে ডিডি ব্লকে অনুষ্ঠিত হলো ষষ্ঠতম কর্পোরেট ট্রেজার হান্ট কার র্যালি!
সম্প্রতি সল্টলেকে ডিডি ব্লকে অনুষ্ঠিত হলো ষষ্ঠতম কর্পোরেট ট্রেজার হান্ট কার র্যালি। এটি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় কার ইভেন্ট। ফুটবল ক্রিকেট খেলা প্রচুর হয়। কর্পোরেট ইভেন্ট গাড়ি নিয়ে সচরাচর হয় না। ৫০ টা কর্পোরেট হাউস এই কার্ড র্যালিতে অংশগ্রহণ করেছে।
আরো পড়ুন-নিউটাউনের হোটেলে পালিত হল ইন্টারন্যাশনাল ‘ওয়াইন এন্ড’ ‘চিজ ডে’!
উদ্যোক্তাদের উদ্দেশ্য হল সেফ ড্রাইভ সেভ লাইফ আরো বেশি করে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং যারা যারা এই কার্ডালিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে এই সেভ ড্রাইভ সেভ লাইফ এর কথা মাথায় রেখে সারা কলকাতা জুড়ে গাড়ি চালিয়ে যত কম সময় গন্তব্যস্থলে ফিরে আসতে পারবে সব রকম সিগন্যালিং ব্যবস্থাপনাকে মাথায় রেখে এবং মেনে তাদের ভেতর থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত করা হয়। যেসব রাস্তা দিয়ে এই গাড়িগুলি যাবে সেখানেতে হিডেন ক্যামেরা রাখা আছে এইটা দেখার জন্য যে গাড়ির চালক সিগন্যাল ব্যবস্থা, পাশাপাশি কতটা জোরে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানো সমস্ত নিয়মকানুন মানছে কিনা এই বিষয়গুলির উপরেও নজরদারি রেখে নম্বর দেয়া হবে। এই কার রালির অন্যতম উদ্যোক্তা অরুনা ঘোষ জানান আমরা গর্বিত আমরা কলকাতার বাসিন্দা, কলকাতায় অনেক কিছু জানার এবং শেখার আছে এখনো কলকাতার বহু অংশ আমরা চোখে দেখিনি। আমরা প্রত্যেক বছর এই বড় ক্যার রালি আয়োজন করি কলকাতাকে তুলে ধরার জন্য, এর পাশাপাশি ট্রাফিক আইন মেনে যাতে সবাই গাড়ি চালায় সেটাও অন্যতম আমাদের লক্ষ্য।
আরো পড়ুন-অভিষেকের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোন কড়া পদক্ষেপ নয়:আদালতে জানাল ইডি
এই ৫০ জন প্রতিযোগিতা যারা এই অংশগ্রহণ করেছে তাদেরকে সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গা কার ক্লু দেয়া হয়েছে সেই ক্লুগুলোকে মাথায় রেখে তারা গন্তব্যে পৌঁছবেন সেখান থেকে কয়েকটা জিনিস তুলে তারা গন্তব্যস্থলে ফিরে আসবেন। প্রত্যেকটি গাড়ির উপরে করে আলাদা করে নজরদার সারা কলকাতা জুড়ে থাকবে। যে যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবে তাদের ভেতরে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করা হবে। বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই কার র্যালি অনুষ্ঠিত হলো।