বিরল রোগ ‘মায়োসাইটিস’-এ আক্রান্ত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু!কি এই রোগ?
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আক্রান্ত হয়েছেন বিরল একটি রোগে ‘মায়োসাইটিস’-এ|নিজেই সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেত্রী|তবে কি এই রোগ ‘মায়োসাইটিস’?আসুন জানা যাক একটু বিস্তারিত ভাবে এই রোগ সম্পর্কে….
আরো পড়ুন-পারিবারিক বিবাদের জেরে শিবদাসপুরে চলল গুলি ও বোমাবাজি!
মায়োসাইটিস এটি একটি অটো ইমিউন রোগ|অর্থাৎ এক্ষেত্রে শরীর নিজের বিরুদ্ধেই কাজ করে। এক্ষেত্রে পেশিতে প্রদাহ হয়। তারপর মাসল লস হতে পারে।এই রোগ যে কোনও বয়সে হতে পারে।তবে দেখা গিয়েছে যে পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে এই রোগ বেশি দেখা গিয়েছে।
আরো পড়ুন-‘অনুব্রতর মতো পচা আলু তৃণমূলেই ভাল মানায়’:সুকান্ত মজুমদার
এই রোগের কিছু লক্ষণ আছে যেমন-গা, হাত, পায়ে খুব ব্যথা,
শরীরে ব়্যাশ বের হয়,শ্বাসকষ্ট হতে পারে,দুর্বল লাগতে পারে|এই বিরল রোগের পরীক্ষা প্যানেল ব্লাড টেস্ট করে হয়| অনেকগুলি টেস্ট একসঙ্গে করতে হয়। এছাড়া প্রয়োজনে মাসলের এমআরআই করাও প্রয়োজন।তবে সঠিক সময় সঠিক চিকিৎসায় এই রোগকে নিরানয় করা সম্ভব|মাথায় রাখতে হবে তেমন কোন অস্বাভাবিক লক্ষণ দেখা গেলেই,চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন|