ডেঙ্গিতে মৃত্যু হল এক পুলিশ কর্মীর!সাংঘাতিক হারে রীজ্যে বাড়ছে ডেঙ্গি
ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু|এবার মৃত্যু হল এক পুলিশ কর্মীর|মৃতের নাম উৎপল নস্কর|তিনি ছিলেন কলকাতা পুলিশের ASI|
আরো পড়ুন-কঠর মনবলকে কুর্নিশ!দুই হাত না থাকা সত্ত্বেও এভারেস্ট বেস ক্যাম্প জয় SFI কর্মীর
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। আজ ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন-তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার অভিযোগে ৩ কাউন্সিলরকে সাসপেন্ড করল জাতীয় কংগ্রেস
পুলিশ বাহিনীর আরও কয়েকজন কর্মী ডেঙ্গি আক্রান্ত বলে পুলিশ সূত্রে খবর।ডেঙ্গির প্রকোপ বেড়ে চলায় উদ্বেগে সাধারণ মানুষ ও চিকিৎসক উভয়ই|যেমন বাড়ছে আক্রান্তের হার তেমনই তার সাথে বাড়ছে মৃতের সংখ্যা|তার সাথে আবার ‘গোদের উপর বিষফোঁড়া’…সূত্রের খবর,ডেঙ্গের সাথে সাথে উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও|সবাইকে সচেতনাতা অবিলম্বন করে চলা আর সঠিক চিকিৎসায় নেওয়ার আবেদন রইল|চিকিৎসক ছাড়া বাড়িতে নিজের ঘরোয়া টোচকা বা ঔষধ সেবন করবেন না|