ক্যান্সার নিয়ন্ত্রণে আই কিউ সিটি হাসপাতালে এন্ড-টু-এন্ড ক্যান্সার কেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
ক্যান্সার সনাক্তকরণের মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণে আই কিউ সিটি হাসপাতালে এন্ড-টু-এন্ড ক্যান্সার কেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন হল।উদ্বোধন করলেন শ্রী সঞ্জয় ঝুনঝুনওয়ালা (প্রেসিডেন্ট, আইকিউ সিটি ফাউন্ডেশন এবং সিইও, মণি গ্রুপ), শ্রী সুধীর কুমার নীলকান্তম (পুলিশ কমিশনার এডিপিসি-আইপিএস), ডক্টর সৌরভ চ্যাটার্জি (সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর), শ্রীমতি অনিন্দিতা মুখার্জি
আরো পড়ুন-‘দল ওকে ছেঁটে ফেলেছে’:পার্থ নিয়ে কটাক্ষ দিলীপের
ডক্টর আখতার জাওয়াদে বলেন, “এই ভয়ঙ্কর রোগের নিয়ন্ত্রণে সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী পর্যায়ে এই রোগটি নিয়ন্ত্রণ করা কঠিন। ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ এবং নির্ণয়ের জন্য কমিউনিটি অনকোলজি প্রোগ্রাম চালিয়ে ক্যান্সারের মারণ প্রকোপ কমানোর পাশাপাশি রুগীর প্রতি যত্ন নেওয়ার পথেও সর্বোচ্চ ।
আরো পড়ুন-জগদ্ধাত্রী পুজার মঞ্চে ত্রিশূল হাতে,ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী
পরিষেবা দেওয়া হবে যেগুলিতে সেগুলি হল হাই-এন্ড রেডিওথেরাপি, অনকো-সার্জারি, কেমোথেরাপি, রক্তের ক্যান্সারের রোগ নির্ণয়, ক্যান্সার চিকিৎসা এবং প্রতিরোধ সহ একাধিক বিষয়ের উপরে । উপরন্তু, হাসপাতালে থাকবে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, একটি অপারেশন থিয়েটার এবং আইপিডি পরিষেবা ।