দিল্লির হাসপাতালগুলির জন্য সতর্কতা করোনা জারি, চালু হেল্পলাইন, মাস্ক বাধ্যতামূলক

নিউজ ডেস্ক: দিল্লিতে আবারও করোনা সংক্রমণ বাড়ছে আর তাই বিশেষ সতর্কতা জারি করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। এর মধ্যেই দিল্লির হাসপাতালগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, সংক্রমণ বাড়লে যে কোনওরকম পরিস্থিতিতেই চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যেন হাসপাতালগুলি প্রস্তুত থাকে।

আরও পড়ুন-হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কালচিনি ব্লকে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা

স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ‘সরকার করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে। আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাই না। সেই মতো আমরা আমাদের স্বাস্থ্যব্যবস্থাকেও গড়ে তুলেছি। আমরা সকল হাসপাতালকে বলছি, সংক্রমণ বাড়লে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশ অনুসারে দিল্লিতে মোট ৩৭ হাজার করোনা চিকিৎসার সাধারণ বেড ও ১০ ৫৯৪ করোনা আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে। যদি কোনও কারণে সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলেও চিকিৎসা পেতে কোনও অসুবিধা হবে না’।

আরও পড়ুন-ময়নাগুড়িতে ধর্ষিতা নাবালিকার বাড়িতে বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়

উলকেও কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছে দিল্লির সরকার। আরটিপিসিআর টেস্টের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টিকা প্রদানকারী সংস্থার কাছে টিকা পৌঁছে দেওয়ারও ব্যবস্থা ইতিমধ্যে করেছে সরকার।দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৩৬৬ জন করোনা আক্রান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *