৮ বছরের কন্যা সন্তানের মৃত্যু ডেঙ্গুতে!শোকের ছায়া পূর্ব নারায়ণতলায়
ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু। আবারও বিধাননগর পুরনিগম এলাকায়। এবার বিধাননগর পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নারায়ণতলায় ৮ বছরের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। ঋত্বিকা সাউ বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়া বিসি রায় হাসপাতালে আর পরে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত রাতেই তার মৃত্যু হয় এমনটাই পরিবার ও স্থানীয় সূত্রে খবর।
আরো পড়ুন-এবার অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব ইডি-র!
পরিবারের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত ছিল ছোট ঋত্বিকা। তার শরীরে এন এস ওয়ান ভাইরাসের দেখা মিলেছিল।