মাটিকুন্ডা গ্রামপঞ্চায়েতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ইসলামপুর থানার মাটিকুন্ডা দুই গ্রামপঞ্চায়েতের আশ্রম এলাকার কনবাড়ি রাজ্য সড়কে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে ,ডাঙাপাড়া এলাকার কিছু যুবক আশ্রম থেকে বাজার করে বাড়ি ফিরছিলো। সেসময় কনবাড়ি গ্রামের রাস্তায় কিছু যুবক বসে ছিল। তাদের মধ্যেই কোন এক যুবকের বাইকের ধাক্কা লাগে। সেই কারণে রাস্তায় বসে থাকা যুবক ও স্থানীয়রা ওই বাইক আরোহীকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাকে আটক করে রাখে বলে অভিযোগ আহত বাইক আরোহীর পরিবারের লোকজনের।
ঘটনার খবর পেয়ে ডাঙাপাড়ার কিছু যুবক তাদেরকে ছাড়াতে যাওয়াও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ইসলামপুর হাসপাতালে আহত ব্যাক্তির আত্মীয় ওয়েদুল্লা জানানিয়েছেন যে এক্সিডেন্ট হয়েছে এর খবর পেয়ে আমরা বেশ কয়েকজন ওই গ্রামে যাই।কিন্তুু অপরপক্ষ তাদের উপর রোড ও লাঠি দিয়ে তাদের উপরে চড়াও হয়।পাশাপাশি তীর ধনুক দিয়েও হামলা চালানো হয়েছে।তিন জনকে তীর লেগেছে। বাকিরা রড ও লাঠির আঘাতে আহত হয়েছে। ঘটনার পর তাদেরকে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।
ইসলামপুর হাসপাতালে চারজন ভর্তি রয়েছে। এবং তীরবিদ্ধ তিন জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছে বলে তিনি জানান। অপর পক্ষের আহত ব্যাক্তির দাদ অমিত সিংহ জানিয়েছেন যে আমার ভাই সহ কয়েকজন প্রতিদিনের মতো আজকেও রাতের খাওয়ার পর রাস্তায় আড্ডা মারছিল। সেই সময় আচমকা পুরো গতীতে আসা একটি বাইক আমার ভাইকে ধাক্কা মারে।এই ঘটনায় আমার ভাই গুরুত্বর আহত হয়।বাইকে কয়জন ছিল আমি জানি না।ঘটনার পর আমি আমার ভাইকে নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসি।কিন্তু এখানেও আমাদের উপর ওরা চড়াও হয়।এখন ভাইকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।