বীজপুর থানার বড় সাফল্য!চুরি যাওয়া প্রচুর মোবাইল, ব্লু টুথ, হেডফোন সহ গ্রেফতার নাবালক
বিজপুর এর ঘনঘন চুরি কিনারা করল বীজপুর থানার পুলিশ। এবার বিজপুর পুলিশের জালে নাবালক চোর। গোপন সূত্রে খবর পেয়ে হালিশহর থেকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন-মাদক সহ বীজপুর থানার পুলিশের জালে দুই যুবক
ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর মোবাইল, ব্লুটুথ, হেডফোন ও মোবাইলের পার্স। অভিযুক্তের নাম আকাশ প্রধান, বয়স ১৬, নৈহাটি অরবিন্দ পল্লীর বাসিন্দা। আজ অভিযুক্তকে কোর্টে পাঠানো হয় সেখান থেকে নিয়ে যাওয়া হবে জুভেনাইল হোমে।