নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি!
নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা,লুটপাট ও মারধর করা হয় কাজে যুক্ত থাকা কর্মীদের|অভিযোগ মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর রাত পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে চলে লুটপাট। বাকি কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন।
আরো পড়ুন-পুলিশ দেখে নিষিদ্ধ শব্দবাজি রাস্তায় ফেলেই পালাল ব্যবসায়ী
প্রচুর মুলব্যান সামগ্রীও খোয়া যায়।মেট্রো সম্প্রসারণের কাজের বরাত পাওয়া সংস্থার দাবি বিগত দু’বছর ধরে তারা কাজ করছে এই নিয়ে তিনবার এই ধরনের ঘটনা ঘটল। ইতিমধ্যেই এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্তে নেমেছে।