ভর দুপুরে ব্যস্ত রাস্তায় বিজেপি বিধায়কের মায়ের সোনার গলার হার ছিনতাই!
মঙ্গলবার দুপুরে ওষুধ কিনতে বেরিয়েছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়ার মা অহল্যা কীর্তনীয়া(৭৫)। তিনি যখন বাটার মোড় এলাকা দিয়ে হাঁটছিলেন সেই সময় বাইকে চড়ে ২ যুবক এসে থামে তাঁর পাশে।কিছু বুঝে ওঠার আগেই তাঁর হার নিয়ে উধাও ২ যুবক|
আরো পড়ুন-আসানসোলে জমি বেদখলের প্রতিবাদ করায় মারধর করার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে!ভাইরাল ভিডিও
এরপর পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধা|অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমে এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আরো পড়ুন-বাংলাদেশ পরিস্থিতির মধ্যেই শিলিগুড়িতে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ সনাতনীদের!একসাথে সুকান্ত-দিলীপ-অর্জুন
জানা গিয়েছে,বিধায়কের মা ওষুধ কিনতে এসেছিলেন বাটার মোড়ে।তখনই দুই যুবক মোটর বাইকে চড়ে এসে গত থাকে হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।তবে প্রশ্ন উঠছে বাটার মোড়ের মত ব্যস্ততম রাস্তায় দিনে দুপুরে কিভাবে গয়না ছিনতাই করে পালালো দুষ্কৃতিরা?একজন বিধায়কের মায়ের সাথে যদি রাস্তা-ঘাটে এমন দুর্ঘটনা ঘটে,তবে সাধারণ মানুষের নিরাপত্তা তবে কোথায়?